Arnob - Ghum Gari Guitar Chords

Arnob

bangla, indian folk

Chords: D, G, Em, Am, C, F, Bm
[Intro]
D  G Em G 

[Verse 1]
Am
চার পায়ার ওই ঘুমের গাড়ি
D   G  D 
আসমান ভরা জোছনার তরী
  G    D
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
C  D       G 
সাদা জোছনার চাদর পরি 

[Chorus]
D      Am
চার পায়ার ওই ঘুমের গাড়ি
Em     D 
আসমান ভরা জোছনার তরী
G     Em  D
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
C  F      D Bm
সাদা জোছনার চাদর পরি 

[Verse 2]
D      Am   G F Am
শুইয়্যা একজন আজ দিবে পাড়ী
C       Am D
রাইখা স্বাদের বসত বাড়ী 
      C  Em Am
শুইয়্যা একজন আজ দিবে পাড়ী
G       Em D 
রাইখা স্বাদের বসত বাড়ী 
    Em
স্বাধের সংসার পিছে থুইয়্যা
     D  G
আজ দেবে পাড়ী 
D   G
স্বাধের সংসার পিছে থুইয়্যা
     D  G 
আজ দেবে পাড়ী 
D  Am   D
চার পায়ার ওই ঘুমের গাড়ি
Bm     D
আসমান ভরা জোছনার তরী
G     Bm D
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
C      D
সাদা জোছনার চাদর পরি

[Bridge]
Am D Bm Am D G C Bm 

[Verse 3]
D
ঘুম গাড়ি তোর যায়রে চইলা 
আট পায়েতে কইরা ভর
আট কুঠুরী নয় দরজা
বন্ধ হইল চিরতর (only D will be played for this entire verse)
C
ঘুম গাড়ি তোর যায়রে চইলা
Bm  Am  D 
আট পায়েতে কইরা ভর
G   D   G
আট কুঠুরী নয় দরজা
C    D  G D Am
বন্ধ হইল চিরতর

[Verse 4]
D
জমিন আছে ছাদ যে তাহার নাই
সাড়ে তিন হাত গইলা মাটির ঠাই
     C      Am
জমিন আছে ছাদ যে তাহার নাই
G         Em  D
সাড়ে তিন হাত গইলা মাটির ঠাই 
   C         D     
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে
G
হায় রে
D      C     D     G D Em
প্রাসাদ ছাইড়া কেমনে শুইলা মাটির ঘুম ঘরে

[Chorus]
D
চার পায়ার ওই ঘুমের গাড়ি
আসমান ভরা জোছনার তরী
 G     D
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
সাদা জোছনার চাদর পরি 
      Am
চার পায়ার ওই ঘুমের গাড়ি
G   Em D
আসমান ভরা জোছনার তরী
G      Em
পাল ভিড়াইয়্যা উঠানে মোর
C  F   D
সাদা জোছনার চাদর পরি

[Outro]
C Bm D C Bm D C Bm Am D C Bm Em Am D D F Bm D 


More chords by Arnob: